খুলনার খবর // আজ ৫ জুলাই মঙ্গলবার ২০২২ খুলনার অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল’খুলনার খবরের’উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আমার দেশ প্রতিদিন এবং ADP বাংলার সহ-সম্পাদক শেখ রেজাউল করিম রুবেলের ৩০ তম জন্ম দিন।
খুলনার খবর,আমার দেশ প্রতিদিন এবং ADP বাংলা পরিবার এই দিনটিকে রঙে রঙিন করে সাজাতে জন্মদিনের কেক কাটা সহ বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করেছে।সাথে সাথে মহান রব্বুল আলামীনের নিকট তাহার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
খুলনার খবরেরর’সম্পাদক মন্ডলীর প্যানেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এদিকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তায় সাংবাদিক শেখ রেজাউল করিম রুবেল সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া কামনা করেছেন।
শেখ রেজাউল করিম জীবন সম্পর্কে ধারণা আসার পর থেকেই লেখালেখিতে ক্যারিয়ার গড়ে তোলার স্বপ্ন দেখেন। তিনি পাবনা এডওয়ার্ড কলেজে পড়া লেখার সময় থেকেই লেখা লেখিতে জড়িয়ে পড়েন তিনি। সময়টা হচ্ছে ২০১৭ সালের শেষের দিকে পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনার নিউজ পত্রিকার মাধ্যমে প্রথম লেখা লেখি শুরু করেন।
তিনি এরপর বিভিন্ন সময়ে স্থানীয় সময় সংবাদ বিডি,বিডিসি ক্রাইম নিউজ,বাংলাদেশ ৭১, সংবাদ,সুজানগরের সংবাদ,প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন ও খুলনা থেকে প্রচারিত ‘খুলনার খবরের’ উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন আসছেন।
সাংবাদিক শেখ রুবেল আহমেদ-বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরামের পাবনা জেলার প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।তিনি ১৯৯২ সালের ০৫ জুলাই পাবনা জেলার সুজানগর উপজেলার শোলাকুড়া গ্রামের সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ৩ ভাই ও ৩ বোনের মধ্যে পঞ্চম।
Leave a Reply