নিউজ ডেস্ক // দৈনিক খুলনার খবর’এর বাগেরহাট জেলা প্রতিনিধি অতনু চৌধুরী রাজু’র মায়ের আজ ২’য় মৃত্যু বার্ষিকীতে পর্দাপন।
২০২০ সালের ঠিক এমন একটি দিনে ভোর ৭.৩০ মিনিটের দিকে মা মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যান। গত ১০’ই জুলাই আমাদের ৪’ভাই ও ১’বোন কে এতিম হবার ২’য় বছর।
মা তুমি কেমন আছো একবার জানতে ইচ্ছে করে। মা মাঝে মাঝে মনে হয় তোমার কবর খুঁড়ে একবার দেখি তুমি সেই আমাদের ছেড়ে কেমন করে ঘুমিয়ে আছো? তোমার মতো করে কেউ বলেনা তোর কি খেতে ইচ্ছে করছে? কি রান্না করবো তোর জন্য? মা আমি শুধু প্রতিনিয়ত শুধু প্রায়ই ঘুমের ঘোরেও তোমার জন্য কাঁদি।।
মায়ের দেওয়া ভালোবাসা, ভাললাগা, আদর ও স্নেহ আজও আমার স্মৃতিতে সতেজ হয়ে ঘুরে। এখন মাকে আমার খুব প্রয়োজন ছিলো, মায়ের সাথে আমার অনেক কথা বলার ছিল। জমানো সেই অব্যক্ত কথাগুলো আজও কারো সাথে ভাগাবাগি করতে পারিনি, শুধু জমিয়ে রাখছি।
যাদের মা আছে তারা হয়তো জানেনা, মা নামক বটবৃক্ষের ছায়াটা কত বিশাল গুরুত্বপূর্ণ সন্তানের জন্য মাহীন পৃথিবীটা বেশ শূন্য যাদের মা নেই তারাই কেবল বুঝে মায়ের অনুপস্থিতিটা কত কষ্টকর।
আমার মায়ের জন্য সবাই দোয়া ও আশির্বাদ করবেন, মহান সৃষ্টিকর্তা যেন আমার মাকে স্বর্গবাসী করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।