সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি খুলনা // প্রধান শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন লক্ষ্যে ও উদ্দেশ্যে নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফোরাম গঠিত হয়েছে।
এ লক্ষ্যে গতকাল (১৪ জুলাই বৃহস্পতিবার)সকালে ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সভায় ডুমুরিয়া এন,জি,সি এন্ড এন,সি,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইউব হোসানাইন কে আহ্বায়ক করে প্রাথমিক পর্যায়ে ২২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,জেলার ডুমুরিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভা আহ্বান করা করা হয়। প্রধান শিক্ষক মোঃ আইউব হোসাইনের আহ্বানে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মত সিদ্ধান্তে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক চন্ডীদাস মন্ডল, মতিয়ার রহমান, এস,এম সিরাজুল ইসলাম, শংকর কুমার মন্ডল, জি,এম নূরুজ্জামান, মোঃ শরীফুল ইসলাম, পরিতোষ কুমার মন্ডল, বি,এম কামাল হোসেন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ হারুনার রশিদ, মিহির রঞ্জন সরদার, তপন কুমার মল্লিক, মোঃ শাজাহান আলী, শিবপদ ঢালী, রবীন্দ্র নাথ মিত্র, প্রভাত কুমার বৈদ্য, নীহার কান্তি মন্ডল, প্রশান্ত কুমার মন্ডল, মোঃ ইদ্রিস আলী, দুলালী মন্ডল প্রমুখ।
Leave a Reply