পরেশ চন্দ্র দেবনাথ,কেশবপুর,যশোর // দৈনিক গ্রামের কাগজের কেশবপুর ব্যুরোর সিনিয়র স্টাফ রিপোর্টার মোতাহার হোসাইনের পুত্র রাগীব আহসান রুমির সাথে মাস্টার এ,কে,এম ঈশা খানের কন্যা নূরজাহান খান শিলার বিবাহোত্তর সংবর্ধনা বৃহস্পতিবার (১৪ জুলাই) সম্পন্ন হয়েছে।
যশোরের কেশবপুর উপজেলার ৪৩৪ নম্বর মাইকেল মধুসূদন সড়কস্থ মজিদপুর গ্রামের মাতৃছায়া বাড়ির স্বত্বাধিকারী দৈনিক গ্রামের কাগজের কেশবপুর ব্যুরোর সিনিয়র স্টাফ রিপোর্টার মোতাহার হোসাইন ও মাসুমা খানমের পুত্র রাগীব আহসান রুমি এবং একই উপজেলার বরণডালী গ্রামের মাস্টার এ,কে,এম ঈশা খান ও নাছরিন সুলতানার কন্যা নূরজাহান খান শিলার বিবাহোত্তর সংবর্ধনা মজিদপুর গ্রামের নিজ বাসভবনে বৃহস্পতিবার (১৪ জুলাই) সম্পন্ন হয়েছে। ১৩ জুলাই (২০২২ ইং) বুধবার একই উপজেলার বরণডালী গ্রামের মাস্টার এ,কে,এম ঈশা খান ও নাছরিন সুলতানার নিজ বাসভবনে শুভ বিবাহ কার্য সম্পন্ন হয়।
বৃহস্পতিবার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে হাজারোদ্ধ আমন্ত্রিত অতিথির সমাগম ঘটে। সুষ্ঠু সুন্দর পরিবেশে অতিথি আপ্যায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন-এর উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। এছাড়া অনেক গুণিজন তাঁর সাথে আলাপচারিতায় মগ্ন ছিলেন। মুন্না, সিমি, রুকাইয়া, মামুন, নভেল সুবাশ্বিরা ফুল, সুরভী, তোয়া, আশিষ, পিয়াল, সাদ, প্রাপ্তি, ইভা, জীম, আলিফ, লাবিবা, তোহা, মেসবগত, তনু, ফাহিমা সাজ, মাহি ওই অনুষ্ঠানে অভ্যর্থনার কার্যে নিয়োজিত থাকতে দেখা যায়। অনুষ্ঠানে সর্বাধিনায়কের ভূমিকায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন। খাদ্য বিতরনে ছিলেন একঝাঁক পোশাকধারী বিতরণ কর্মী।
রুমি ও শিলার শুভ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিনসহ একঝাঁক সাংবাদিকের মধ্যে ছিলেন, কেশবপুরের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং চারণকবি সামসুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, আব্দুল হাই সিদ্দিকী, নির্বাহী সদস্য নূর ইসলাম খানসহ নেতৃবৃন্দ, দৈনিক গ্রামের কাগজের মফস্বল সাংবাদিক ফোরামেরর যুগ্ম-সাধারণ সম্পাদক ও মনিরামপুর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সদস্য ও ভ্রাম্যমান প্রতিনিধি (চুকনগর) ইব্রাহিম রেজা, সদস্য, গ্রামের কাগজের মঙ্গলকোট প্রতিনিধি ও দৈনিক আজকে সংবাদ পত্রিকার কেশবপুর প্রতিনিধি পরেশ দেবনাথ, সদস্য কামরুজ্জামান রাজু। এছাড়া অনেক গুণিজনের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণচাঞ্চল্যে পরিনত হয়।
Leave a Reply