সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খাদিজা আক্তার মিম(১১) নামে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। সে খুলনা ডুমুরিয়া উপজেলার আন্দূলিয়া গ্রামের মোঃ জাহিদুুল বিশ্বাসের ছোট মেয়ে।সে আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়তো।
শুক্রবার সকালে সে তার মায়ের সাথে মামা বাড়ি থেকে ভ্যানে যোগে বাড়ি ফেরার পথে গলায় ওড়না পেঁচিয়ে মারাত্মক আহত হয়। রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ঐ শিশুটির মারা যায়।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়,খাদিজা আক্তার মিম (১১) গতকাল শুক্রবার সকালে হাসানপুর মামা বাড়ি থেকে ভ্যান যোগে বাড়ি ফিরে আসছিলেন তার মায়ের সাথে হাসানপুর ফুটবল মাঠের কাছে পৌঁছালো ভ্যানের চাকার সাথে তার গলার ওড়না জড়িয়ে মীত আঘাত পায়। মারাত্মক আহত অবস্থায় মিমকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় রাত ৮টার দিকে খাদিজা আক্তার মিম মারা যায়।
Leave a Reply