প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি// যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার সন্ধ্যায় সুন্দলী ইউনিয়ন পরিষদ চত্তরে ৬নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক শিবুপদ সরকারের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মোল্যা।
আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আ’লীগ সভাপতি,সাবেক মেয়র নওয়াপাড়া পৌরসভা ও যশোর জেলা পরিষদ সদস্য আল্হাজ্ব এনামূল হক বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক,সাবেক চেয়ারম্যান নওয়াপাড়া পৌরসভা ও যশোর জেলা পরিষদ সদস্য সরদার অলিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়ন সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সুন্দলী ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বিকাশ রায় কপিল, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক সমীরণ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, উপজেলা আ’লীগ সদস্য চৈতন্য মন্ডল, ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি স্বপন সরকার, আ’লীগ নেতা শাহ্ মুকিত জিলানী, উপজেলা কৃষকলীগ সভাপতি মুন্সি আব্দুল মাজেদ, সভাপতি পৌর কৃষকলীগ মিজান আকুঞ্জি ও সাধারণ সম্পাদক বাবু সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শফি কামাল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সুন্দলী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি অনিমেষ বিশ্বাস, সাধারণ সম্পাদক অমর বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এসকে অলোক দাস, শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাপ্পি, ইউনিয়ন যুবলীগ সদস্য ও সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সোহাগ বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পলাশ বিশ্বাস, পৌর ছাত্রলীগ সভাপতি মিলনসহ আ’লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন অনুষ্ঠানে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন ওয়ার্ড আ’লীগ সভাপতি শিবু পদ সরকার, সাধারণ সম্পাদক আব্বাস শেখ ও সাংগঠনিক সম্পাদক অজিত মন্ডলের নাম ঘোষণা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।