প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলার সরখোলা গ্রামবাসীর প্রচেষ্টায় ট্রাকসহ পোল্ট্রি মুরগীর দূষিত লিটার আটক হয়েছে।
সরেজমিনে জানা যায়,এলাকার প্রভাবশালী পরশ বাবুর ১৬শ বিঘা ঘের আছে,ঐ ঘের মালিক দীর্ঘদিন অবৈধ পন্থায় এই সব দূর্ষিত পোল্ট্রি মুরগীর লিটার ঘেরে দিয়ে মাছ মোটা তাজা করে। বিষাক্ত মাছ বাজারজাত করার কারনে সাধারণ জনগণের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। ফলে এলাকাবাসী ট্রাকটি আটক করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতারের নের্তৃত্বে অভয়নগর থানার একটি অভিযানিক টিম নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যেগ নিলে ঘের মালিক ঘটনা আচ করতে পেরে মালিকসহ ম্যানেজার পালিয়ে যায়। অভিযানিক টিম ঘের মালিকের ৩জন কর্মচারীকে আটক করে নিয়ে যায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তার নের্তৃত্বে পোল্ট্রির অবৈধ লিটার পরিত্যক্ত স্থানে আনলোড করে ট্রাকটি অভয়নগর থানায় হস্তান্তর করেন। গাড়িটির রেজিঃ মাগুরা ড ১১-০০৩১। ভূক্তভোগী এলাকার ইউনুস মোল্লা বলেন, প্রতিনিয়ত এই অবৈধ পোল্ট্রি লিটার বিভিন্ন ট্রাকে করে ঐ ব্যবসায়ী পরশ বাবু মাছের ঘেরে দেয় এবং এলাকার পরিবেশ নষ্ট সহ ঐ ঘেরের মাছ খেয়ে আমাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধছে। আর কোন উপায় না পেয়ে এই গাড়ি আটক করতে বাধ্য হয়েছি।
এবিষয়ে অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার বলেন, যে তিনজনকে আটক করা হয়েছিলো পরে ঘের মালিকের ম্যানেজার হাজির হয়, তাদেরকে মৎস্য আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় পূর্বক ছেড়ে দেয়া হয়েছে এবং আটককৃত ট্রাকটির বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সিদ্ধান্ত নিবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।