সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় তৈরী পিস্তল, চাপাতি সহ আন্ত:জেলা ডাকাত দলের দু’সদস্যকে আটক করে স্হানীয় জনতা।পরে গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পঞ্চু গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,আজ সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পঞ্চু গ্রামে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা অস্ত্র-স্বস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় গ্রামবাসী বিষয়টি টের পেরে সংঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া দিলে বাকিরা পালিয়ে গেলেও চক্রের দু’সদস্যকে আটক করে।এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (পিস্তল) ও একটি চাপাতি উদ্ধার করে। ।আটক ডাকাত দলের সদস্যরা হলো,উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে মোঃ শামীম বিশ্বাস (৩৪) ও একই গ্রামের মুজিবুর রহমান বিশ্বাসের ছেলে মোঃ জিহাদুল বিশ্বাস (২৭)।এসময় বিক্ষুদ্ধ জনতা তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গুটুদিয়া এলাকা থেকে একটি দেশীয় অস্ত্র ও একটি লোহার চাপাতি সহ স্থানীয়রা দুুই ব্যক্তিকে আটক করে । এসময় বিক্ষুদ্ধ জনতা তাদেরকে গণধোলাই দেয়।
খবর পেয়ে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়েই চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তাদের সাথে আর কারা বা কতজন জড়িত রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।তবে প্রাথমিকভাবে ধারণাকরা হচ্ছে তারা আন্ত:জেলা ডাকাত দলের সক্রীয় সদস্য।এ ঘটনায় থানায় মামলার হয়েছে আসামিদ্বয় কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply