মোঃ ইমরান,বটিয়াঘাটা প্রতিনিধি // বটিয়াঘাটা জলমা ইউনিয়ন জনপদের আদি সভ্যতা ও গ্ৰাম বাংলার প্রাচীন ঐতিহ্য এবং বাঙ্গালি ধর্মীয় সাংস্কৃতির রূপ বৈচিত্র্য জলমাশ্বরী কালি মন্দিরের নতুন কমিটি গঠিত হয়েছে।গত পরশু সোমবার রাত ৮ টায় স্থানীয় জলমা-কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে নবগঠিত কমিটির সভাপতি কার্তিক চন্দ্র রায়ের সভাপতিত্বে উক্ত কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে কার্তিক চন্দ্র রায়কে সভাপতি,হরিদাস রায়কে পুনরায় সাধারণ সম্পাদক,সুশীল মল্লিকে কোষাধ্যক্ষ এবং শশাংঙ্ক মল্লিকে সহ-সভাপতি করে মোট ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। বাকি পদগুলো নব গঠিত কমিটির কর্মকর্তাবৃন্দ এলাকার সকলের মতামতের মাধ্যমে বন্ট করা হবে বলে জানা গেছে।
উক্ত সভায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ মল্লিক ও সঞ্চালনায় ছিলেন সাবেক কমিটির সাধারণ সম্পাদক হরিদাস রায়।সভায় প্রধান অতিথি ছিলেন জলমা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান রায়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,শিবেন্দ্রনাথ রায়,ধর্মপ্রাণ ব্যক্তিত্ব কালিপদ রায়, উপজেলা আ’লীগ নেতা রাজকুমার রায়, প্রভাষক সুব্রত কুমার টিকাদার,সাবেক ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক, ইউপি সদস্যা তপতী রাণী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক অচিন্ত্য টিকাদার, প্রদীপ কুমার টিকাদার, জলমা ইউনিয়ন মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক তন্ময় রায়, বিধান হালদার, বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সভাপতি হিরন্ময় রায়, আসীন অধিকারী, মিলন রায় চৌধুরী,সুবীর মল্লিক, বিপ্লব মল্লিক, সাবেক ইউপি সদস্যা নীলা মিস্ত্রী,সুকন্ঠ রায়, খোকন গাঙ্গুলী,আশীষ টিকাদার,কৃষ্ণ পদ বৈরাগী,আনন্দ সরকার, গৌর পদ মল্লিক, মনোজ মল্লিক,মিন্টু হালদার,বন্ধনা রায় প্রমূখ ।
Leave a Reply