এস,এম শামীম, দিঘলিয়া // খুলনার দিঘলিয়া থানাধীন ৩ নং সদর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড এলাকা থেকে আজ সোমবার (২৫ শে জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেয়াড়া পশ্চিম পাড়া এলাকার রিনা বেগম এর ভাড়া বাড়ি থেকে রাজিব হোসেন (২৭) ও ইসমাইল হোসেন (৩৫) কে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়,আটককৃত রাজিব হোসেন যোগীপোল ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সুলতান সরদারের পুত্র ও ইসমাইল হোসেন দিঘলিয়ার সেনহাটি এলাকার শামসুল আলমের পুত্র।তবে রাজিব হোসেন অনেক দিন যাবৎ খুলনার ফুলবাড়ি গেট এলাকায় বাড়ি ভাড়া করে তার স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিল।সর্বশেষ রাজিব হোসেন ২ মাস আগে স্ত্রীকে নিয়ে দেয়াড়া পশ্চিম পাড়া এলাকার রিনা বেগম এর বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে বসবাস করছিল।
একপর্যায়ে আজ ২৫ শে জুলাই সোমবার দুপুর আনুঃ ১টার দিকে গোপন সংবাদ এর ভিওিতে দিঘলিয়া থানা পুলিশের ওসি আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশে ও পুলিশ পরিদর্শক রিপন কুমার সরকার এর তত্ত্বাবধায়নে একটি অভিযানিক টিম উক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি কাটা রাইফেল,৫ রাউন্ড গুলি,২ টি রাম দা,১ টি ছোরা, ১ টি সেলাই রেঞ্জ উদ্ধার করে।
রাজিবের ভাড়া থাকা বসত ঘরের ভিতর তখন ইসমাইল ও অবস্থান করছিল।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এস,এম রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামী রাজিব হোসেন ও ইসমাইল হোসেনকে দিঘলিয়া থানায় নিয়ে আসে।
এবিষয়ে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী জানান, রাজিব হোসেন এর নামে একাধিক ডাকাতি, ছিনতাই, লুটপাট এর মামলা রয়েছে এবং আজ ২৫ শে জুলাই দুপুর আনুঃ ১ টার দিকে রাজিব হোসেন যশোর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে ও খবর পান।
Leave a Reply