এস,এম শামীম,দিঘলিয়া // দিঘলিয়ায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার ও প্রকৃত মালিক এর নিকট হস্তান্তর করা হয়।আজ ৩০শে জুলাই শনিবার বেলা ১ টার দিকে দিঘলিয়া থানা পুলিশ একটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে।
দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়,গত ২০/৮/২১ ইং তারিখে দিঘলিয়া থানায় সেনহাটি ইউনিয়ন এর হাজীগ্রাম এলাকার বাসিন্দা মনিরা খাতুন তার ডায়রীতে উল্লেখ করে যে তার নিজ বসত বাড়ি হতে একটি মোবাইল ফোন চুরি হয়। তারই সুত্র ধরে দিঘলিয়া থানা পুলিশের ওসি আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশে পুলিশ পরিদর্শক রিপন কুমার সরকার এর তত্ত্বাবধায়নে এএসআই শাহিদুল ইসলাম খুলনার দৌলতপুর পাবলা এলাকা থেকে মোবাইল ফোন উদ্ধার করে।পরে প্রকৃত মালিক মনিরা খাতুন এর নিকট হস্তান্তর করা হয়,এবং দিঘলিয়ার ফরমায়েশখানা এলাকার বাসিন্দা মরিয়ম আক্তার (২২) গত ২৪/৬/২২ ইং তারিখে দিঘলিয়া থানায় তার ব্যবহৃত মোবাইল হারিয়ে গেছে বলে একটি সাধারণ ডায়েরী করে যার নং-১০৭৬, তারই প্রেক্ষিতে উক্ত মোবাইল ফোনটি উদ্ধার পূর্বক প্রকৃত মালিক মরিয়ম এর নিকট হস্তান্তর করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।