বটিয়াঘাটা প্রতিনিধি // “নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে বটিয়াঘাটা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন মূল্যমান ও সমাপনী অনুষ্ঠান গতকাল শুক্রবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন।উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমীর আলী, উন্নয়নের বটিয়াঘাটা ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান,প্রশান্ত কুমার মল্লিক সহ মৎস্য সমিতির সদস্যবৃন্দ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেসরকারি সংস্থা উন্নয়নের উদ্যোগে বিভিন্ন মৎস্য সমিতির ২০ জন সদস্যের প্রত্যেককে ৯০০ টাকা অনুদান প্রদান করা হয় ।
Leave a Reply