পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়া ইউনিয়নে পাঁজিয়া রিয়াজ লিটন সম্পাদিত আবাহন-প্রকাশনা উৎসব সাহিত্য সংসদের আয়োজনে লেখক, অনুবাদক প্রয়াত তোফাজ্জল হোসেন-এর স্মরণ সভা ও প্রকাশনা অনুষ্ঠান সোমবার (০১ আগষ্ট) বিকালে পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং হাদিউজ্জামান জয়ের সঞ্চালনায় বক্তব্য দেন, লেখক ও গবেষক সুহৃদ সরকার, চুকনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাসেম আলী ফকির, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কবি বাবুর আলী গোলদার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, উন্নয়ন কর্মী কবি মাসুদা বেগম বিউটি, ট্রেড ইউনিয়ন সংঘ-এর যশোর জেলা নেতা আশুতোষ বিশ্বাস, মানব মন্ডল, কবি মকবুল মাহফুজ, আবাহন সাহিত্য সংসদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ লিটন, সাংবাদিক অলিয়ার রহমান, কবি আহসান উল্লাহ সান, সর্দার দীন মোহাম্মদ, জাকির হোসেন লালটু, আহসান উল্লাহ সান, কবি সাত্তার, প্রনব মন্ডল মানব, কবি পার্থ সারথী, উজ্জ্বল ঘোষ, খান রকি, দ্বীন মোহাম্মদ প্রমূখ। বক্তারা তোফাজ্জল হোসেনের জীবন ও কর্ম উপস্থাপন করেন এবং তার অসমাপ্ত কাজ বাস্তবায়নের অঙ্গীকার করেন।
Leave a Reply