1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
শরণখোলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাস চলমান থাকবে শ‌নিবা‌রেও লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট দিঘলিয়ায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা বটিয়াঘাটা উপজেলা বাদাবন সংঘের অবহিত করন কর্মসূচি সভা অনুষ্ঠিত বাগেরহাটে বৃষ্টিপ্রার্থনায় মুসল্লিদের ইসতিসকার নামাজ আদায় কেশবপুরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত, চালক গ্রেফতার ফের খুলনা অঞ্চলে তাপমাত্রা ছাড়ালো ৪২ ডিগ্রি কেশবপুরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা শার্শায় স্মার্টফোনে ব‍্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ,সমাজে বৃদ্ধি পাচ্ছে অসামাজিক কর্মকাণ্ড বাগেরহাটে বালু বোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানচালক ও তাঁর মায়ের মৃত্যু নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি  ২৭ এপ্রিল যশোরে বিভাগীয় সভা সফল করতে খুলনায় সুজনের সভা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকের বৃক্ষরোপণ কর্মসূচি লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জলের গণসংযোগ কেশবপুরে দুই মাদক কারবারিসহ গ্রেফতার-৩ পথচারীদের খাবার স্যালাইন ও পানি দিলেন মেয়র শেখ আ: রহমান বাগেরহাটে গভীর রাতে লাগা আগুনে ৬টি দোকান পুড়ে ছাই

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৩৯ বার শেয়ার হয়েছে

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খুলনা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দিবারাতে চুরি, ছিনতাই ডাকাতির ঘটে চলছে।এতে সাধারণ মানুষের মাঝে চরম আতংঙ্ক বিরাজ করছে।

প্রসংগত, গত শুক্রবার (৮ জুলাই) বিকেলে উড়ান্ত ছিনতাই কারি মোটরসাকেল যোগে এসে এক ভ্যান যাত্রী নারির গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।ঘটনাস্থলঃ খুলনা- সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন আটলিয়া বিট এলাকার চুকনগর সরদার বাড়ি বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।রাজিব নামের এক ভ্যান চালক নারি যাত্রী নিয়ে চুকনগরে যাচ্ছিলেন।এসময় উড়ান্ত ছিনতাইকারি চক্র চলন্ত ভ্যানের নারি যাত্রীর কাছ থেকে ছিনিয়ে গলায় থাকা স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয়।আগ থেকে ছিনতাইকারিরা মোটরসাইকেল যোগে এসে ভ্যানটির পিছু নেয়।এরপর সুযোগ বুঝে এ ঘটনা ঘটিয়েছে।

গত শুক্রবার বিকেলে চুকনগর মাংশ হাটা থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়েছে। এঘটনায় চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক উপজেলার মালতিয়া গ্রামের মৃত,রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা থানায় জিডি করতে যাই। কিন্তু জিডি নেয় নি থানা পুলিশ এমনটি জানিয়েছেন তিনি । ওই দিনে বিভিন্ন সময়ে চুকনগর এলাকা থেকে আরও ৪ টি মোটরচালিত ভ্যান চুরি গেছে বলে জানাগেছে। ২৬/৭/২২ তারিখে ডুমুরিয়ার ইউপি সদস্য সাংবাদিক মোক্তার হোসেনের এ্যাপাসি মোটরসাইকেল চুরি হয়েছে উপজেলা প্রশাসন কমপ্লেক্সের সামনে থেকে। কিন্তু তার কোন ক্লু উদঘাটন করতে পারেনি পুলিশ।

একই ভাবে ২৭ জুলাই উপজেলা সহকারী কমিশনার অফিসের নাজির মোঃ সাইফুল ইসলামের মহিলা কলেজ রোডে বাসার সামনে থেকে পালসার ১৫০ সিসি লাল রঙ্গের মোটরসাইকেল চুরি করেছে চোর সিন্ডিকেট। তার ও কোন ক্লু উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২০১৯ সালের ৬ মার্চ চুকনগর থেকে দিবালোকে সাংবাদিক শেখ আব্দুস সালামের নিজ নামীয় রেজিঃ ১২-৪৩১৬ নম্বর ১২৫ সিসি লাল কালো রঙের মোটরসাইকেল চুরির করে নেয় চোর সিন্ডিকেট। তার কোন ক্লু উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ডুমুরিয়া থানা মামলা নং ৫,তারিখ ৬/৩/২০১৯। ৯ জুলাইঃ চুকনগরে অভিবন কায়দায় মোটরভ্যান ছিনতাই হয়েছে।

গত শনিবার (৯ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগর সরদার বাড়ি বটতলা এলাকা থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ভ্যানচালক,ডুমুরিয়া থানাধীন আটলিয়া বিট এলাকার মঠবাড়িয়া গ্রামের মৃত নাজের আলি সরদার ছেলে মোঃ সিদ্দিক সরদার (৪৬)।

ভুক্তভোগী জানায়, চুকনগর বাসস্ট্যান্ড থেকে দুইজন যুবক খর্ণিয়া বাজারের যাওয়ার কথা বলে ভ্যানে উঠেন।এরপর মহাসড়কের চুকনগর সরদার বাড়ি বটতলা এলাকায় নির্জন স্থানে পৌঁছালে যাত্রী বেশে ভ্যানে থাকা তিন যুবক ভ্যান চালককে এলোপাতাড়ি মারপিট করে রাস্তার পাশে খাদে ফেলে দিয়ে ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে আসা লোকজন ভ্যান চালাককে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাকে কাঁঠালতলা বাজারে পাঠিয়ে দেন। আহত ভ্যান চালক সিদ্দিক সরদার স্থানীয় একটি ক্লিনিক ভর্তি হয়।ডুমুরিয়ার আটলিয়া বিট এলাকায় কাঁঠালতলা বাজারের কীটনাশক ও বিকাশ এজেন্ট ব্যাবসায়ি নিরাপদ দেবনাথ (৫৬) নামের এক ব্যাক্তিকে এলোপাতাড়িভাবে রাম দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে দূর্বৃত্তরা।সে উপজেলার আটলিয়া বিট এলাকার বরাতিয়া গ্রামে মৃত, গনেশ দেবনাথের ছেলে।

গত শুক্রবার (৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে, ব্যবসায়ি নিরাপদ দেবনাথ প্রতিদিনের ন্যায় ব্যাবসায়িক কাজ শেষে করে দোকান বন্ধ করে কাঁঠালতলা বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গ্রাম্য ইটের রাস্তায় দিয়ে যাওয়ার সময় বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুই জন দূর্বৃত্ত তাদের হাতে থাকা দাঁ চাইনিজ কুড়াল দিয়ে আর্তর্কিত ভাবে কোপায়। এক পর্যায়ে সে রাস্তার পাশে খাদে পড়ে গেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনা স্থলে এসে আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে তিনি নিজ বাস ভবণে পূর্ণ বিশ্রমে রয়েছেন।

এছাড়া গত সপ্তাহে গভির রাতে ডুমুরিয়া থানাধীন আটলিয়ার কুলবাড়িয়া এলাকার অবসর প্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা আলি আহম্মেদ মোড়ল বাড়ি থেকে ৮ বস্তা ধান ও দুটি মোবাইল ফোন চুরি হয়েছে। চুকনগর সদর থেকে ৮ টি বাড়ি থেকে ১২ টি মোবাইল ফোন চুরি হয়েছে। এছাড়া ডুমুরিয়া উপজেলার চুকনগর,আঠারমাইল খর্ণিয়া কাঁঠালতলা, শাহাপুর,শরাফপুর,রঘুনাথপুর এলাকর হাটবাজার মসজিদ, মন্দির ও খেলার মাঠ সহ বিভিন্ন এলাকা থেকে দুই বছর যাবৎ প্রায় দেড় শত মোটরসাইকেল ও শতাধিক মোটরভ্যান চুরি হয়েছে। এর মধ্যে একটিও উদ্ধার করতে পারে নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফলে সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে চরম আতংক রয়েছে। যেনো আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে। ১। সাংবাদিক মোক্তার হোসেন এ্যাপাসি ১৬০ সিসি ২। সাইফুল ইসলাম নজির পালসার ১৫০ সিসি, ৩। সোহেল রানা পালসার ১৫০ সিসি,
৪। হাফিজুর রহমান ডিসকাভার ১২ সিসি,
৫। সুকর্ন ঘোষ ডিসকাভার ১২৫ সিসি
৬। অজিত কুমার সরদার ডিসকাভার ১০০ সিসি,
৭। রাজ মিস্ত্রি বিল্লাল হোসেন, পালসার ১৫০ সিসি,
৮। সাংবাদিক শেখ আব্দুস সালাম, ১২৫ সিসি ডিসকাভার,
৯। মিঠু মোড়ল পালসার ১৫০ সিসি
১০। মশিয়ার রহমান পালসার ১৫০ সিসি,
১১। শেখ শাহাবুদ্দিন ১০০ সিসি
১২। ইউসুফ হালদার ১৫০ পালসার
১৩। সরদার অহিদুল ইসলাম ১০০সিসি,
১৪। তুহিন এ্যাপাসি ১৬০ সিসি,
১৫। রাব্বি হোসেন এ্যাপাসি ১৬০ সিসি,
১৬। এরশাদ বিশ্বাস ১২৫ গ্যালামার সিসি
১৭। বরাতিয়ার ডিসকাভার ১২৫ সিসি,
১৮। ইমু দফাদার পালসার ১৫০ সিসি,

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।