নাঈম হাসান // খুলনায় ট্রাকের ধাক্কায় স্বরুপ কুমার দাস (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
আজ বুধবার নগরীর আড়ংঘাটা থানাধীন শহীদের মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতকট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের ড্রাইভারকে আটক করতে পারেনি।নিহত স্বরুপ কুমার দাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতগা এলাকার হরিদাস কুমার দাসের ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, স্বরুপ কুমার দাস বাইপাস সড়ক দিয়ে গিলাতলার দিকে যাচ্ছিল। পিছন দিক থেকে আসা দ্রুতগামী এশিয়ান পেইন্ট এর রং বোঝাই ট্রাক যার নম্বর (যশোর ট-১১- ৪৪৩৪১০)সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে এলাকাবাসি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান বলেন, ভোর ৬ টা ৪০ মিনিটের দিকে এলাকাবাসি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তাকে উদ্ধার করে খুমেক হাসপাাতালে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন,নিহত ব্যক্তি বাগেরহাট জেলার বেতাগা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল যোগে ঝিনাইদহ যাচ্ছিলেন। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিদিন তিনি খুব ভোরে বাগেরহাট থেকে ঝিনাইদহ গিয়ে অফিস করেন। ট্রাকটি স্থানীয় জনগণ আটক করতে পারলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতের লাশ মর্গে রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।