অতনু চৌধুরী (রাজু),বাগেরহাট জেলা প্রতিনিধি // মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রভাষক সাহারা বেগম সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন কমিশন ৬ আগস্ট শনিবার দুপুরে শিক্ষক মিলনায়তনে এ ঘোষণা দিয়েছে।
নির্বাচন কমিশনের সদস্য প্রভাষক শ্যামা প্রসাদ সেন জানান প্রতিদ্বন্ধি প্রার্থী প্রভাষক নন্দকিশোর রায় শনিবার সকালে তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় সাহারা বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় সহ সম্পাদক পদে প্রভাষক সাবিনা ইয়াসমিন এবং কোষাধ্যক্ষ পদে প্রদর্শক সাইদুজ্জামান মিন্টু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কলেজের অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হওয়ায় মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এদিকে শিক্ষক পরিষদের সভাপতি-সম্পাদকসহ সকল পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ছাত্র-ছাত্রী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।