শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি // ১৫ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূঁর শোকের দিন।১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক,বিশ্বের লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ,বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস,স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থাপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা ও শেখ কামালের জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্যে এ সকল কথাগুলো বলেন খুলনা ০৬ পাইকগাছা—কয়রার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
তিনি আরও বলেন,ঘাতকরা সেদিন শুধু জাতির পিতা বঙ্গবন্ধুকেই সপরিবারে হত্যা করেনি, হত্যা করেছিল বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের চেতনা,অগ্রযাত্রা,সমৃদ্ধি ও সুন্দর আগামীর স্বপ্ন।স্বাধীনতা প্রাপ্তির মাত্র ৩ বছর ৭ মাসের মাথায় দেশি ও বিদেশি চক্রান্তের মাধ্যমে ঘাতকরা বাঙালি জাতির কপালে কলঙ্কের তিলক পরিয়ে দেয়।তিনি সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
কপিলমুনি ইউনিয়ন আ’লীগ সভাপতি যুগোল কিশোর দে এর সভাপতিত্বে শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ০৬ (পাইকগাছা,কয়রা) সংসদ আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ৷বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ,কপিলমুনি কলেজের সাবেক উপধ্যক্ষ আফসার আলী, অধ্যাপক ময়নুল ইসলাম,কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু প্রমূখ।এ ছাড়া ও আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।