নিউজ ডেস্ক // মেটার মালিকানাধীন ফটো শেয়ারিং প্ল্যাটফরম ইনস্টাগ্রাম রিলসে কিছু পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। যদিও এসব পরিবর্তনের কারণে ব্যবহারকারীরা সুবিধার বদলে অসুবিধাই বেশি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক ব্যবহারকারী মার্ক জুকারবার্গ এবং ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরিকে ট্যাগ করে পোস্টও শেয়ার করেছেন। তবে তাতে বেশ কাজই হয়েছে বলেই মনে হচ্ছে। কারণ এ সমস্যা সমাধানে নতুন দুটি ফিচার এনেছে ইনস্টাগ্রাম। সম্প্রতি ডুয়াল টেমপ্লেট এবং ইনস্টাগ্রাম ডুয়াল নামের দুটি ফিচার যুক্ত হয়েছে ইনস্টাগ্রামে। যার মাধ্যমে ইনস্টাগ্রাম রিলসের ভিউ আরও বাড়বে বলে দাবি করছে সংস্থাটি।
রিল ভিডিওর জন্য ডুয়াল টেমপ্লেট নামে একটি বিশেষ ফিচার যোগ করেছে। এর মাধ্যমে এখন ইনস্টাগ্রামে ১৫ মিনিট বা তার কম সময়ের সব ভিডিওকে ডিফল্ট হিসাবে রিলে রূপান্তর করা হবে।
ইনস্টাগ্রাম ডুয়াল ফিচার ব্যবহার করার উপায় :
১| প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করুন।এবার উপরের ডানদিকে কোনে প্লাস (+) আইকনে ক্লিক করুন।সেখানেই রিল অপশনটি নির্বাচন করুন।স্ক্রিনের বাঁ দিকে অপশনের একটি তালিকা পাওয়া যাবে।এখানে নিচের তির চিহ্নটিতে ক্লিক করলে ডুয়েল ক্যামেরা আইকন আসবে।আইকন নির্বাচন করলেই ভিডিও রেকর্ডিং শুরু হবে। নিচের মাঝখানে থাকা রেকর্ডটি চালু করে দিন।ভিডিও রেকর্ড হয়ে গেলে এর সঙ্গে যোগ করে নিন মিউজিক, টেক্সট, ইফেক্ট কিংবা পছন্দমতো স্টিকার।
Leave a Reply