মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলের লোহাগড়ায় তেলের মূল্য বৃদ্ধি,বিদ্যুৎ ঘাটতি লোড শেডিং ও দ্রব্যমূল্যর উর্দ্ধগতির প্রতিবাদে জাতীয় পার্টি (জেপির) খুলনা বিভাগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ আগস্ট) নড়াইলের লোহাগড়া প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডাঃ মিসেস শামীম আরা পারভীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর (জেপির) সভাপতি কাজী মাসুদ আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেপি খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মোঃ শাহীন হোসেন সজিব, প্রচার সম্পাদক মোঃ বাচ্চু হাওলাদার, যুব সংহতির আহবায়ক মোঃ শফিউদ্দীন আহমেদ, যুগ্ম আহবায়ক শেখ মাহমুদ হোসেন মামুন, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মোসাঃ রিনা রহমান, মহিলা পার্টির সাংগঠনিক সম্পাদক মিসেস ফরিদা বেগম, জাতীয় শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাদুল হোসেন, জেপি সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেপি শ্রমিক পার্টির সভাপতি বাবু তপন, জেপি শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম, জেপি মহিলা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রানী বেগম, জেপি মহিলা পার্টির দপ্তর সম্পাদক শেখ সাবিহা হোসেন, দপ্তর সম্পাদক খাদিজা বেগম প্রমুখ। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে নড়াইল শহর, লোহাগড়া, লক্ষীপাশা, দিঘলিয়া, লুটিয়া, মহাজন, বড়দিয়া কালিয়া সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।