মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল)// নড়াইলের লোহাগড়ায় রূপালী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ফরেন রেমিট্যান্স সংক্রান্ত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৯আগষ্ট) সকালে কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে কাশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুর জালাল এর সভাপতিত্বে ও লোহাগড়া রূপালী ব্যাংকের অফিসার রোমানা ইয়াছমিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড যশোর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক অধ্যাপক মোঃ আবু আব্দুল্লাহ, রূপালী ব্যাংক লিমিটেড যশোর জোনাল অফিসের এজিএম মোঃ সরোয়ার হোসেন,নড়াইল কর্পোরেট শাখার এজিএম শংকর কুমার দাশ,রূপালী ব্যাংক লোহাগড়া শাখার ম্যানেজার মোঃ আব্দুল হাকিম, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ।অনুষ্ঠানে প্রবাসী পরিবারের প্রায় ২ শতাধিক মহিলা ও পুরুষ এবং রূপালী ব্যাংক লোহাগড়া শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা হুন্ডিকে না বলে, রাষ্ট্রায়ত্ব ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠনোর জন্য তাদের আত্বীয় স্বজনকে অনুরোধ করেন। হন্ডি ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু । তাদের বয়কট করে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা টাকা পাঠালে টাকা যেমন নিরাপদে থাকবে। তেমনি বিদেশ থেকে ১ লক্ষ টাকা পাঠালে অতিরিক্ত ২ হাজার ৫শত টাকা অতিরিক্ত প্রদান করা হবে বলেও জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।