শরিফুল ইসলাম // খুলনায় ট্রাকের ধাক্কায় মেসবাহ উদ্দিন জাহিন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।এঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ মামুন বিল্লাহ (২৬)গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহঃপতিবার (১১ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে নগরীর সোনাডাঙ্গার ময়ূরব্রীজ ও জয়বাংলার মোড়ের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ চালক ও হেলপারসহ ঘাতকট্রাকটি আটক করতে পারেনি।নিহত মেসবাহ উদ্দিন জাহিন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার জুখখোলা এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে,নিহত মেসবাহ উদ্দিন জাহিন সোনাডাঙ্গার বাইপাস সড়ক দিয়ে ময়ূরব্রীজ হয়ে পাটকেলঘাটার দিকে যাচ্ছিল।রাতে বৃষ্টির কারনে ও বিদ্যুৎ না থাকায় পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এ সময় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান।এবং মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।এবং ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
পরবর্তীতে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে নিহতে মরদেহ উদ্ধার করে।এবং আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।