সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খুলনার ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর এলাকায় তৈয়বুর রহমান (৩৮) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কর্তন করেছে স্ত্রী এমন অভিযোগ পাওয়া গেছে।তাকে উদ্ধার করে গতকাল শুক্রবার বিকেল তিনটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রাবেয়া বেগম (২৫) ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে জানা গেছে।এ ঘটনায় ওই এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত তৈয়বুরের খালাতো ভাই মোঃ এনামুল হক জানান,তৈয়বুর এবং রাবেয়ার দু’টি সন্তান রয়েছে। কাঁচা তরকারি বিক্রেতা তৈয়বুর ও তার স্ত্রী রাবেয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো।গত বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় ব্লেড দিয়ে তৈয়বুরের পুরুষাঙ্গ কেটে দেয় তার স্ত্রী। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
তৈয়বুরের ভাইপো সোলায়মান জানান,পুরুষাঙ্গের অধিকাংশ কেটে গিয়েছে। অল্প একটু বাকী ছিলো,সেই অবস্থায় চিকিৎসকরা সেলাই দিয়ে দিয়েছেন। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলেও তিনি মুঠোফোনে জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।