এস.এম.শামীম,দিঘলিয়া // দিঘলিয়ায় ১০০ গ্রাম গাঁজা মেহেদী হাসান(৪০) ও নবিরুল ইসলাম (৩৭)কে আটক করেছে থানা পুলিশ।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী জানান, ১৩ই আগষ্ট শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদ এর ভিওিতে খবর পেয়ে পুলিশ পরিদর্শক রিপন কুমার সরকার এর তত্ত্বাবধায়নে এসআই নুর মোহাম্মদ,এসআই তারেক আহম্মেদ, এসআই কৌশিক কুমার সাহা,কং মোল্লা আব্দুর রব,কিবরিয়াসহ দিঘলিয়া থানা পুলিশের একটি টিম দিঘলিয়া সেনহাটি ইউনিয়ন এর চন্দনীমহল ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখের পুত্র মেহেদী হাসান ও মোঃ সিকদার এর পুত্র নবিরুল ইসলামকে আটক করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা ওজন করা ডিজিটাল এস্কেল উদ্ধার করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
Leave a Reply