মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া // নড়াইলে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে নড়াইল জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন দিন ব্যাপি নানা কর্মসুচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো কোরআনখানি ও দোয়া মাহফিল, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা।
সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর পরিচালনায় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা, এ্যাড, সোহরাব হোসেন বিশ্বাস, এ্যাড, সৈয়দ আইয়ুব আলী, আসিফুর রহমান বাপ্পি, আল মামুন মিন্টু প্রমুখ ।
এদিকে লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠের উদ্যোগে জয়পুরস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কাজী বনি আমীন, শিকদার আজাদ রহমান, মনজুরুল করীম মুন, আশরাফুল আলম, নজরুল শিকদার, শেখ শিহানুক রহমান, সাজ্জাদ হোসেন মুন্না, শেখ সদর উদ্দীন শামীম, রুপক মুখার্জি শ্রমিক নেতা মুজাম খাঁন, রেজাউল করিম মিন্টু প্রমুখ।
Leave a Reply