পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর// ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ১০ টায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় সুভেচ্ছা বক্তব্য দেন, প্রতিষ্ঠানের সভাপতি আশরাফ-উজ-জামান খান। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।
বক্তব্য রাখেন,প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষাবিদ, কবি,নাট্যকার,সব্যসাচী লেখক, বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার (বাসাসেস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহম্মদ শফি,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও যশোর জেলা ওয়াকার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিকী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য,কলামিস্ট,কবি এস,এম সামসুজ্জামান,সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন,যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে,কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, কবির হোসেন, সদস্য রুহুল কুদ্দুস, দিলীপ মোদক, ওয়াজেদ খান ডবলু, অধ্যাপক মছিহুর রহমান ও কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল ইসলাম, লেখক সামসুজ্জামান ও কবি মুহম্মদ শফিকে সম্মাননা স্মারক প্রদান করার পাশাপাশি উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তাঁরা কেশবপুর প্রেসক্লাব এবং সম্মাননা সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে, আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন গত মঙ্গলবার (১৬ আগষ্ট) নির্বাচনী তপশীল ঘোষনা দিয়েছেন। আগামী ১১ সেপ্টেম্বর কেশবপুর প্রেসক্লাবের ভোট গ্রহণ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ আগষ্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৯ আগষ্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২১ আগষ্ট মনোনয়ন পত্র ক্রয়, ২৪ আগষ্ঠ মনোনয়ন জমাদান, ২৫ আগষ্ট মনোনয়নপত্র বাছাই, ২৬ আগষ্ট মনোনয়ন প্রত্যাহার ও ২৭ আগষ্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১১ সেপ্টেম্বর রোববার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে।
নির্বাচন কমিশনে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন আব্দুস সালাম। দুজন সদস্য হলেন মদন সাহা অপু ও রুহুল আমিন খান। প্রেসক্লাবের ৫৮ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করবেন।
Leave a Reply