নিউজ ডেস্ক // সাতক্ষীরার শ্যামনগরে মুণ্ডা সম্প্রদায়ের জমি জবরদখলে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত নরেন্দ্র নাথ মুণ্ডা (৭০) মারা গেছেন।গতকাল শনিবার (২০ আগস্ট) বিকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার সকালে শ্যামনগরের ধুমঘাটে মুণ্ডা সম্প্রদায়ের জমি দখলে নিতে হামলা চালায় শ্রীফলাকাটি গ্রামের রাশেদুল ইসলাম ও ইবাদুল ইসলামের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী। এ ঘটনায় গুরুতর আহত হওয়ায় নরেনসহ সুলতা মুণ্ডা, বিলাসী মুণ্ডা এবং রানী মুণ্ডাকে প্রথমে শ্যামনগর হাসপাতাল এবং পরে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শনিবার সকালে ফণীন্দ্র মুণ্ডা বাদী হয়ে ৩০ জন জ্ঞাত এবং ১৬০-১৭০ জনকে অজ্ঞাত আসামি করে শ্যামনগর থানায় মামলা করেন। মামলায় শ্রীফলাকাটি এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, বংশীপুর গ্রামের নুর হোসেন ও শ্রীফলাকাটি গ্রামের নুর মোহাম্মদ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, ধুমঘাট গ্রামে আদিবাসী মুণ্ডা সম্প্রদায়ের সাড়ে ২৭ বিঘা জমির দখল নিতে শুক্রবার হামলা চালানোর অভিযোগ ওঠে শ্রীফলকাটি গ্রামের এবাদুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক লোকজনের বিরুদ্ধে। দখল পেতে বাঁধা দেওয়ায় মুণ্ডাদের পিটিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় রিনা মুণ্ডা (৩৫), সুলতা মুণ্ডা (৪০), বিলাশী মুণ্ডা (৩৬) ও নরেন্দ্রনাথ মুণ্ডাকে। এদের মধ্যে নরেন্দ্র মুণ্ডা শনিবার মারা গেলেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply