অতনু চৌধুরী (রাজু),বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের অভিযানে গাঁজা গাছসহ একজন সফল গাঁজা চাষিকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ।গতকাল শনিবার (২০আগস্ট) দুপুরে উপজেলার গাওলা ইউনিয়নের উত্তর মাটিয়ারগাতি গ্রাম থেকে গাঁজা গাছসহ সফল গাঁজা চাষি ধীরেন বিশ্বাসকে আটক করেছে পুলিশ।আটক ধীরেন বিশ্বাস মাটিয়ারগাতি গ্রামের মৃত ভেজাল বিশ্বাসের ছেলে।উদ্ধার করা গাছটি ১৫ ফুট লম্বা।ফলন ঘরে উঠার আগেই তাকে পেতে হলো হাজতবাসের এওয়ার্ড।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়েছে।
Leave a Reply