সরদার বাদশা নিজস্ব,প্রতিবেদক খুলনা // খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ ২৩-৮-২২ ইং তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে,ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়ায় প্রতিনিয়ত ছোট বড় সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে,সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই’র কর্মীরা দেশব্যাপী জনসচেতনামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আজ সকাল থেকে সড়ক দুর্ঘটনা রোধে,সড়কে শৃঙ্খলা ফেরাতেখুলনা জেলা ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে চলেছেন।
এসময় সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট লিমন কুমার কুন্ড এর নেতৃত্বে খুলনা সাতক্ষীরা মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।অভিযানে ফিটনেস, রেজিস্ট্রেশন, হেলমেট বিহীন এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু এবং বৈধ কাগজ না থাকায় থানায় আটক করেন।এসময় সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়কে চলাচলরত যানবাহন চালক,পথচারী, শ্রমিক এবং জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট লিমন কুমার কুন্ডু ও সঙ্গীয় ফোর্স এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল,যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক,কার্যকরী সদস্য শ্যামল কুমার দাস, গাজী সোহেল আহমেদ,আব্দুর রহমান বেপারী,এম এ জলিল।
Leave a Reply