পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোর জেলা থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন (১৫২৮)-এর আয়োজনে ডুমুরিয়ার চুকনগর ব্রীজ সংলগ্ন মাথায় থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সোমবার (২২ আগষ্ট) দুপুরে থী হুইলার মিশুক, বেবীটেক্সি, টেক্সিকার, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়ছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোল্ল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রমিক সদস্য শেখ রাকিবুল ইসলাম মানিকের সঞ্চালনায় ওই কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সাংবাদিক সুমন ব্রহ্ম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, সিনিয়র সাংবাদিক ইব্রাহিম রেজা, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুকুল, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল বাসার (ভারপ্রাপ্ত), সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন (ভারপ্রাপ্ত)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সদস্য মাজিদুল ইসলাম, আবুল বাশার, মোতালেব হোসেন, তাপস কুমার রায় প্রমুখ
কর্মীসভায়, ইউনিয়নের বার্ষিক রিটার্ন অনুমোদন ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, করোনা কালিন সময়ে সংগঠনের কাজ দির্ঘদিন বন্ধ থাকায়, শ্রমিকরা এলোমেলো হয়ে যায়। আগামী নির্বাচনে ভোটার তালিকা হাল নাগাদ করাসহ নুতন ভোটার তালিকা যাচাই বাছাইয়ের মধ্যমে প্রকৃত শ্রমিকদের ইউনিয়নে, ভোটার তালিকায় লিপিবদ্ধ করা হবে। আমরা প্রকৃত শ্রমিকদের একত্রিত করতে সক্ষম হয়েছি। নেতৃবৃন্দরা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি নতুন কমিটি উপহার দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।