প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিঙ্গাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৬ শে আগষ্ট শুক্রবার সকাল ৯ টায় শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের আলোচ্য বিষয় ছিল ” পাঠ্য বইয়ের বাইরে পড়ার অভ্যাস কমে যাচ্ছে”।সিঙ্গাড়ী জবেদা ইনস্টিটিউটের পরিচালক আহমেদ মাসুম কর্তৃক আয়োজিত সেমিনারে সিঙ্গাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে মেহেজাবিন মিম এর সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আহসান হাবিব। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল ওয়াহিদ দীপ্র, সহকারী অধ্যাপক তাজিম আহমেদ। আরো উপস্থিত ছিলেন প্রভাষক বি এইচ মাহিনী,শিক্ষক রুহোল আমিন প্রমুখ।সেমিনারে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
Leave a Reply