পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সুফলাকাটি পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়েছে। ৮ নং সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, সদস্য শেখর রঞ্জন দাস, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান পলাশ মল্লিক, সাবেক ভাইচ চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক সরদার মুনসুর আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সালগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া পাঠ করান, আড়ুয়া শাহী মসজিদের ঈমাম হাফেজ আয়ুব আলী।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হারান দেবনাথসহ আওয়ামী লীগের অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে খাদ্য বিতরণ করা হয়।
Leave a Reply