পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর// কেশবপুরের মঙ্গলকোটসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে উপ-পরিচালকের কার্যালয়,হর্টিকালচার সেন্টার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খয়েরতলার আয়োজনে SDG-২ (জনগণের পুষ্টিমান উন্নয়ন) অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী/কৃষক/সাধারণ জনগণের মাঝে ওই চারা বিতরণ করার লক্ষে মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার হর্টিকালচার সেন্টার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দিপঙ্কর দাস ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।
তিনি এর আগে কেশবপুর পাইলট এন্ড কলেজিয়েট স্কুল,কেশবপুর পাইলট গার্লস স্কুলের শিক্ষার্থীদের মাঝে ১৫০ টি করে বারোমাসি আম, বারোমাসি পেয়ারা, বারোমাসি লেবুর চারা বিতরণ করেন। মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গাছের চারা বিতবণ ও রোপনকাল উপস্থিত ছিলেন, কেশবপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কনক দে,প্রধান শিক্ষক আজিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা।
Leave a Reply