ডুমুরিয়া প্রতিনিধি // খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়া সার্ব্বজনীন মঠ আশ্রমের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মঠ আশ্রমে আহুত সাধারণ সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহবায়ক তুষার কবিরাজ, যুগ্ম আহবায়ক ডাঃ শংকর মহলদার, সদস্য স্বপন কবিরাজ, শ্যামল সরকার ও রতন মন্ডল নির্বাচিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আশ্রমের সাবেক সভাপতি কৃষ্ণপদ রায় এবং সভা সঞ্চালনা করেন আশ্রমের সাবেক সম্পাদক সুব্রত কুমার ফৌজদার।
Leave a Reply