পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ৭নং পাঁজিয়া ইউনিয়নের প্রাক্তন সুযোগ্য সফল চেয়ারম্যান, নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনী সৈনিক কমরেড নিজাম উদ্দীন এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর প্রথম দিন পালিত হয়েছে।
কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আয়োজনে রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে সকাল ৮.৩০ ঘটিকায় শ্রদ্ধা নিবেদন সকাল ৯.০০ ঘটিকায় মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতিস্তম্বে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আহবায়ক সনদ বসু হরির সভাপতিত্বে আলোচনা করেন, নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার। অনুষ্ঠানে দোয়া পাঠ করান মাওলানা রেজাউল করিম।
উপস্থিত ছিলেন, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক অশোক মন্ডল, ০৭ নং পাঁজিয়া ইউপি সদস্য রেজাউদ্দিন রেজা, মোসলেম উদ্দিনসহ আরো অনেকে।
কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আয়োজকরা জানিয়েছেন, আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ৩.০০ ঘটিকায় পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বাজার চান্নি চতুরে স্মরণ সভার আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন, কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আহবায়ক বাবু সনৎ বসু হরি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য গাজী আব্দুল হামিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সভাপতি ও কেশবপুর নাগরিক কমিটির সভাপতি এ্যাডঃ আবু বক্কর সিদ্দিকী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির যশোর জেলা কমিটি সভাপতি এ্যাডঃ আবুল হোসেন, ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন।
কেশবপুরের কৃষক বন্ধু নিজাম উদ্দিনের ইং ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণসভা উদযাপন পরিষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। নিজাম উদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত কেশবপুরে ২৬ বিল পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।