খুলনার খবর // সাতক্ষীরার বাইপাস সড়কে নিহত চা বিক্রেতা ইয়াসীন আলির মাথা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এর সদস্যরা। ঘটনার পাঁচ দিন পর আজ রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের কামালনগর এলাকায় বাইপাস সড়কের একটি ব্রিজের নিচ থেকে তার এই মাথা উদ্ধার করা হয়।
এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের সদস্যরা জাকির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সকালে নিহত ইয়াসিন আলীর মাথা উদ্ধার করা হয়। হত্যাকারী জাকির হোসেনের বাড়ি খুলনায়। সে সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকায় শ্বশুর বাড়িতে থাকে। তার বাবার নাম মৃত বাচ্চু শেখ। পাওনা টাকা না দেয়ায় একাই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জাকির হোসেন স্বীকারোক্তি দেয়।
স্বীকারোক্তিতে সে আরো জানায়,হত্যার দিন সে নিহত চা বিক্রেতা ইয়াসীন আলিকে ভ্যানে করে বাইপাসে নিয়ে এসে হত্যার পর তার পরিচয় গোপন করতেই নিহতের মাথা কেটে বস্তায় ভরে শহরের কামালনগর এলাকায় বাইপাস সড়কের একটি ব্রিজের নিচে পুতে রাখে।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ শহরের বকচরা এলাকায় বাইপাস সড়কের পাশে একটি জলাশয় থেকে চা-বিক্রেতা ইয়াসীন আলির মাথাবিহীন মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা খাতুন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।