মুন্সী মোয়াজ্জেম,শালিখা থানা প্রতিনিধি// মাগুরার মহম্মাদপুরে দিনে-দুপুরে বীর মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা।আহত মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় মহম্মদপুর উপজেলার চাকুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস(৬৮) গত বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নহাটা বাজার থেকে সার নিয়ে বাড়ী ফিরছিলেন।এ সময় তার গ্রামের হাসান খাঁ বাড়ীর সামনে আসলে কয়েক জন সন্ত্রাসী চাইনিচ কুড়াল,লোহার রড ও বাশ নিয়ে তার উপর অতর্কিত হামলা করে।এ হামলায় কুড়ালের কোপ,লাঠি ও লোহার রডের আঘাতে তার মাথা,হাত পা,পিঠসহ শরীর ক্ষত বিক্ষত হয়।রক্তাক্ত ও বেহুশ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
আহত মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বলেন,স্বাধীনতা বিরোধী আমার গ্রামের একটি চক্র এখনও সক্রিয়।আমি তাদের ঐ কাজে অনেক সময় বাঁধা দিয়ে থাকি।যে কারণে ঘটনার দিন আমার গ্রামের হারুন মুন্সি,নূর আলম,শুকুর শেখ,পিয়াস,কাছেদ মোল্যা ও আলা জমাদ্দার সহ ৮/১০ জন স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী আমাকে চাইনিচ কুড়াল,লোহার রড় ও বাশ দিয়ে মেরে মারাত্মক আহত করে।আামি অসুস্থ থাকার কারণে মামলা করতে পারিনি।তিনি বলেন তার উপর হামলা কারী স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী দের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
এ ব্যপারে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায় বলেন,আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসে নাই।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।