নিউজ ডেস্ক // মেহেরপুরের গাংনীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় খাইরুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আসিফ (২১)।আজ বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনীর ভাটপাড়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত খাইরুন ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
স্থানীয়রা জানান,খাইরুন বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মোটরসাইকেল চালক আসিফ দ্রুতবেগে গাংনী অভিমুখে যাচ্ছিলো।এ সময় মোটরসাইকেল চালক আসিফ খাইরুনকে সজোরে ধাক্কা দেয়। এতে দুইজনই রাস্তার উপর ছিটকে পড়ে।
স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ খাইরুনকে মৃত ঘোষণা করেন। এদিকে মোটরসাইকেল চালক আসিফের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।