এস.এম.শামীম,দিঘলিয়া // দিঘলিয়া থানার ইতিহাসে এই প্রথম থানা অফিসার ইনচার্জ এর বদলী বাতিল এর দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে দিঘলিয়ার সাধারণ মানুষ।
আজ ৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ ( ওসি) আহসান উল্লাহ চৌধুরীর বদলী বাতিল এর দাবিতে উক্ত অবস্থান কর্মসূচী পালন করে দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্তরের মানুষ।
এসময় সন্ত্রাসীদের হাতে খুন হওয়া গাজী জাকির হোসেন এর ভাতিজা ও সাবেক জাতীয় দলের ক্রিকেটার পাবেল গাজীর নেতৃত্বে বারাকপুর ইউনিয়ন পরিষদের যুব সমাজসহ সর্ব স্তরের সাধারণ মানুষ ওসি আহসান উল্লাহ চৌধুরীর বদলী বাতিল এর দাবিতে উক্ত অবস্থান কর্মসূচী পালন করে।
এবিষয়ে অবস্থান কারীদের সাথে কথা বললে তারা জানান,দিঘলিয়া থানার ইতিহাসে এই প্রথম সৎ সাহসী ওসি আমরা এর আগে পাইনি তাই ওসি আহসান উল্লাহ চৌধুরী অন্যত্র চলে গেলে দিঘলিয়ার আইন শৃঙ্খলা অবনতি ঘটবে তাই যতক্ষণ না আমাদের দাবি পুরণ হবে আমরা অবস্থান কর্মসূচি পালন করে যাবো।
একপর্যায়ে দুপুর ১ টার দিকে বারাকপুর ইউনিয়নের, সাবেক জাতীয় দলের ক্রিকেটার পাবেল গাজী ও যুব নেতা আজাদ এর নেতৃত্বে আশা অবস্থান কারিদের নিয়ন্ত্রণ করতে ওসি আহসান উল্লাহ চৌধুরী ও পুলিশ পরিদর্শক রিপন কুমার সরকার, সেকেন্ড অফিসার এসআই আজিজ মাহমুদ থানার বাহিরে গেটে অবস্থান কারীদের বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতেও ব্যর্থ হন থানা কতৃপক্ষ।
একপর্যায়ে বিকাল ৫ টায় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী অবস্থান কারীদের মিথ্যা আশ্বাস দেন ,এবং ওসির বদলী বাতিল করার দাবীতে আশা অবস্থান কারীগন থানা এলাকা পরিত্যাগ করেন।কিন্তু দিঘলিয়ার বিভিন্ন স্থান থেকে খবর পাওয়া যায় যে সাধারণ মানুষ ওসি আহসান উল্লাহ চৌধুরীর বদলী বাতিল এর দাবিতে আগামীকাল ৯ ই সেপ্টেম্বর শুক্রবার আবার ও অবস্থান কর্মসূচী পালন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।