খুলনার খবর // জরুরী রক্ষণাবেক্ষণের জন্য ওজোপাডিকোর বিক্রয় বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন বিভিন্ন এলাকায় আজ শনিবার(১০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হচ্ছে খুমেক হাসপাতাল, দুদুক ভবন, হিসাব ভবন, পরিবেশ ভবন, ডিআইজি ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র, শ্রম ভবন, বিদ্যুৎ ভবন, নুরনগর, বিশ্বাসপাড়া, মুন্সিপাড়া, ডাক্তারপাড়া, সোনাডাঙ্গা তৃতীয় ফেজ, সোনাডাঙ্গা বাসস্টান্ড, ট্রাকস্টান্ড, খোঁড়া বস্তি এলাকা।
এছাড়া বিতরণ বিভাগ-১ আওতাধীন সেতু ও ইন্ডাস্ট্রিয়াল ফিডারের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টায় পর্যন্ত বন্ধ থাকবে।সেগুলো হচ্ছে ১নং স্লুইচগেট, আল আমিন সড়ক, মোহাম্মাদিয়া পাড়া, রূপসা সেতু এলাকা, মোক্তার হোসেন রোড, বোখারিয়া পাড়া, রায় পাড়া, ঢালী পাড়া, ২নং স্লুইচগেট, মাথাভাঙ্গা, ভুতের আড্ডা, পুটিমাটি সংলগ্ন আবাসিক এলাকা।
এছাড়া র্যাব-৬, নেভি, মাথা ভাঙ্গা, লবণচরা মেইন রোড ও তৎসংলগ্ন আবাসিক এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Leave a Reply