মোঃ রহমাতুল্লাহ আকুন্জী,ডুমুরিয়া // বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ডুমিরিয়া শাখার উদ্যগে ঢাকা কেন্দ্রীয় কমিটির সাথে ডুমুরিয়া উপজেলার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার সকাল দশ ঘটিকায় ডুমুরিয়ার আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ডুমুরিয়া থানা কমিটির সভাপতি জনাব মুফতি মওলানা ইফাজউদ্দিন আকুন্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ কেন্দ্রীয় কমিটির মহাসচিব যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা জনাব আমির হোসেন মোল্লা।বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা এম এ সাত্তার মিয়া (কোষাধ্যক্ষ কেন্দ্রীয় কমিটি),যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ( কার্যনির্বাহী সদস্য), যুদ্ধাহত বীরমুক্তিদ্ধা জনাব আব্দুল মাজেদ( আজীবন সদস্য), জনাব আব্দুর রহমান সরকার সুমন( সমাজ কল্যান কর্মকর্তা বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ কেন্দ্রীয় পরিষদ।
বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ডুমুরিয়া শাখার প্রতিষ্ঠাতা ও সম্পাদক এ কে আব্দুল মতিত ( এফ সি এ) তত্তাবধায়নে ও মোঃরহমাতুল্লাহ আকুন্জীীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জনাব এ এম জহরুল ইসলাম,এস এম আব্দুল খালেক,ও ভগদাহ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। বক্তারা প্রবীনদের সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের জন্য মহাসচিবের দৃষ্টি আকর্ষন করলে সন্মানিত মহাসচীব সমস্যাগুলি সমাধান করান আশা ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত সকলের মাঝে একটি কোরআন শরীফ,একটি টুপি এবং একটি তজবি প্রদান করা হয়।
Leave a Reply