এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা // গতকাল ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরীর বদলি জনিত বিদায় উপলক্ষে দিঘলিয়া উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাহবুবুল আলম,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার সুযোগ্য চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলী রেজা, সহকারী কমিশনার (ভূমি)মাহমুদুর রহমান, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী,দিঘলিয়া থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার, এছাড়া দিঘলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ সময় সকল অফিসারগণ সদ্যবিদায়ী অফিসার ইনচার্জ মহোদয়ের বিভিন্ন কাজের স্মৃতিচারণ করেন এবং তার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
Leave a Reply