এম,কে জামান সুমন,ঢাকা // জাতীয় পর্যায়ে ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও নিরাপত্তার দাবিতে সমাবেশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
আজ (১৬ সেপ্টেম্বর) শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে এ দাবী জানান শ্রমিক নেতারা। জাতীয় পর্যায়ে ন্যূনতম মজুরি ২০ (বিশ) হাজার টাকা নির্ধারণ করা,ট্রেড ইউনিয়ন এর অবাধ চর্চার সুযোগ নিশ্চিত করা, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা,শ্রম আইন সংশোধন এবং রেশন ও আপদকালীন মহার্ঘ্য ভাতার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।স্কপ এর যুগ্ম সমন্বয়ক চৌধুরী আশিকুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়ক আহসান হাবীব বুলবুল এর পরিচালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন স্কপ এর নেতা বাদল খান, শহীদুল্লাহ চৌধুরী, সার্কিল আভার চৌধুরী,শামীম আরা,আবদুস সালাম আমিরুল হক আমিন আনোয়ার হোসেন, কমরেড রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা সহ স্কপের কেন্দ্রীয় ও বিভিন্ন ট্রেড ইউনিয়ন এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সেই সাথে সমাবেশ থেকে শ্রমজীবীদের জন্য সার্বজনীন রেশন চালুর দাবিতে আগামী ৫ অক্টোবর খাদ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান এবং সারা দেশ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানোর কর্মসূচি ঘোষণা করা হয়।সমাবেশে শ্রমিকদের বিভিন্ন দাবী তুলে ধরা হয়। শ্রমিকদের সুরক্ষা আইন সংশোধন ও নিশ্চিত করা, সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে সরকারের কাছে দাবী জানানো হয়।
Leave a Reply