সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি //
লক্ষ্মীপুর কমলনগর উপজেলাতে মেঘনা নদী থেকে হাবিব তালুকদার নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলা মাতাব্বরহাট মাছঘাট এলাকা থেকে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
হাবিব বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে। রাতেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে মেঘনায় মাছ ধরার সময় বরিশালের হিজলা এলাকায় একটি নৌকা ডুবে যায়। এতে নৌকায় থাকা জেলে হাবিব নিখোঁজ হয়। বুধবার রাতে তার মরদেহ মাতাব্বরহাট মাছঘাট এলাকায় ভেসে উঠে। স্থানীয়দের কাছে খবর পেয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর মজু চৌধুরীরহাট নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. আবু তাহের বলেন, নিখোঁজের দুইদিন পর জেলে হাবিবের মরদেহ উদ্ধার করা হয়। গত বুধবার রাতেই কমলনগর থানা পুলিশেল সহযোগীতায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply