মুন্সী মোয়াজ্জেম,শালিখা থানা,প্রতিনিধি //বাংলাদেশ তরুন লেখক পরিষদ এর ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১৬ সেপ্টেম্বর শুক্রবার মাগুরার কুল্লিয়া বাজার তরুন লেখক পরিষদের কার্যালয়ে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্ভু মৈত্র জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকর ও সভাপতি বাংলাদেশ তরুন লেখক পরিষদ মাগুরা জেলা।
শেখ কামরুল আক্তার সাধারণ সম্পাদক(আ.দা.) মাগুরা জেলা শাখা ও ব্যবস্থ্যাপনা সম্পাদক সাপ্তাহিক ভাওয়াল,স্টাফ রিপোর্টার দৈনিক মুক্ত বলাকা। প্রধান অতিথি আশিকুল কায়েস লেখক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ তরুন লেখক পরিষদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম ফরিদি সাবেক সভাপতি বাংলাদেশ তরুন লেখক পরিষদ মাগুরা জেলা,শচীন্দ্রনাথ বিশ্বাস আবৃত্তি শিল্পী খুলনা বেতার।মোঃফিরোজ কবির সাংগঠনিক সম্পাদক মাগুরা জেলা শাখা,মোঃ রহমত আলী দপ্তর সম্পাদক,কবিরুজ্জামান সাহিত্যে সম্পাদক।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ নওয়াব আলী সাধারণ সম্পাদক প্রেসক্লাব শালিখা মাগুরা,সহ সভাপতি জিআরএম তারিক,ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন,ভিডিও বার্তায় বক্তব্য দেন বৃষ্টমিনা,হাসান আলী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাগুরা জেলা শাখা,জাহিদুল ইসলাম আহবায়ক শ্রীপুর উপজেলা শাখা,মিতা সিংহ আহবায়ক শালিখা উপজেলা শাখা,
মোঃ বোরহান উদ্দিন ডায়নামিক সদস্য ভিলেজ পলিটিক্স বাংলাদেশ,গাবতলা বাজার শাখা, মোঃ ফসিয়ার রহমান,তোয়েবুর রহমান,সুনির্মল বিশ্বাস যুগ্ম আহবায়ক শালিখা উপজেলা শাখা,মারিয়া সুলতানা সদস্য সচিব মাগুরা সদর উপজেলা,সিরাজুল ইসলাম মহম্মদপুর প্রমুখ।
এ সময় বাংলাদেশ তরুন লেখক পরিষদের বিভিন্ন শাখার কর্মকর্তা-সদস্য বৃন্দ ও গণ্যমাণয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply