অতনু চৌধুরী (রাজু),বাগেরহাট জেলা প্রতিনিধি//
বাগেরহাটের মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারসহ হয়রানী করা হচ্ছে বলে দাবী করেছেন তিনি।তার নামে একটি জমি রেজিষ্ট্রি দিয়ে টাকা না পাওয়ার মিথ্যা কল্পকাহিনী সাজিয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষরা।
আজ বুধবার (২১সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টায় নিজ বাসায় তিনি সাংবাদিকদের কাছে এসব ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরেন।
উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার এ সময় বলেন, সাবেক চেয়ারম্যান থাকাকালীন সময়ে কোন সংখ্যালঘুর জমি দখল বা তাদের কারোও উপর কখনও কোন নির্যাতন করেননি। এছাড়া তিনি আদৌও কোনদিন শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলেও সাংবাদিকদের জানান তিনি। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন বলেও জানান। মুলত সমাজে হেয় প্রতিপন্ন ও হয়রানীসহ নিজ দলে সমালোচিত করতে প্রতিপক্ষরা এসব মিথ্যা কল্পকাহিনী ছড়াচ্ছেন বলেও দাবী করেন যুবলীগ নেতা ইস্রাফিল।
মোংলা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদারের বিরুদ্ধে সম্প্রতি সংখ্যালঘুদের উপর নির্যাতন, জমি দখলসহ নানা অভিযোগে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তিনি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এ সংবাদ সম্মেলনে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।