মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি // নড়াইলের লোহাগড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে লোহাগড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরীক্ষিত সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আজগর আলী।
এ সময় আরো বক্তব্য রাখেন,লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান,উপজেলা ভাইচ চেয়ারম্যান বি এম কামাল হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হামিদ লোহাগড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহানুক রহমান, উপজেলা আনসার ভিডিপির কমান্ডার তাসলিমা বেগম, গৌতম দেত্তয়ান, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারন সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য এ বছর ১৫২টি পূজা মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সার্বক্ষণিকভাবে মন্দিরে পুলিশ, আনসার ও ভিডিপি নিরাপত্তায় কর্মরত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।