আল-হুদা মালী,শ্যামনগর সাতক্ষীরা// সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি ও দৈনিক যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরী গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় মারা গেছেন। তিনি সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়া তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুভাষ চৌধুরী দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। তার একটি ছেলে দুইটি মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় সাতক্ষীরা রসুলপুর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সাংবাদিক সুভাষ চৌধুরীর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন,উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান,সহ-সভাপতি জুবায়ের মাহমুদ,সাধারণ সম্পাদক আল-হুদা মালীসহ উপকূলীয় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
Leave a Reply