নিউজ ডেস্ক // মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অধীনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা আগামী ৩ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সই করেছেন অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন শাখা) অধ্যাপক মোঃ শাহেদুল খবির চৌধুরী।
আদেশে বলা হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা আগামী ৩ নভেম্বরের মধ্যে শেষ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Leave a Reply