মুন্সী মোয়াজ্জেম,শালিখা থানা প্রতিনিধি // মাগুরার শালিখাতে জমি বিক্রির ১৭বছর পরও জমি লিখে দিচ্ছেনা দাতা।সম্প্রতি ঐ জমি অন্যত্র বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছে।জমি লিখে নিতে গ্রহীতা আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা যায়,মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামের সন্তোষ কুমারদে মন্ডলের পুত্র রমেশ চন্দ্র দে মন্ডল ২০০৫ সালের এপ্রিল মাসের শেষের দিকে একই গ্রামের মৃত বাহের সরদারের পুত্র মোঃ ইনছার আলী সরদারের কাছে ৫১ শতক জমি ৩,০৫,০০০ টাকায় বিক্রি করে। জমির আরএস দাগ নম্বর ৯৯৬,খতিয়ান নম্বর ২০১।উক্ত জমি ক্রয়ের পর ইনছার সরদার জমি দখলে নিয়ে পূর্ব পাশে বাঁশ ও পশ্চিম পাশে ধান চাষ করেন।কিন্তু দাতা রমেশ চন্দ্র দে আজ দিবো কাল দিবো করে প্রায় ২ দশক পরও জমি লিখে দিচ্ছেনা। এবং ঐ জমি অন্যত্র বিক্রির চেষ্টা করছেন। উপায় না পেয়ে জমি লিখে নিতে গ্রহীতা ইনছার আলী মাগুরা সহকারি জজ আদালতে স্বত্ব সাব্যস্থ পূর্বক দখল কায়েম এর একটি মামল করেন।মামলা নম্বর দেং- ৪৬/২০১৯। তারিখ ২৮/০১/২০১৯ ইং।মালার পর বিজ্ঞ বিচারক ঐ জমি অন্যত্র বিক্রি ও রেজিস্ট্রিতে নিষেধাজ্ঞা জারি করেন।
এ ব্যপারে দাতা ইনছার সরদার বলেন, আমি ২০০৫ সালে ৫১ শতক জমি ক্রয়করে ভোগদখল করছি।কিন্তু দাতা আজ কাল করে লিখে দিচ্ছেনা।যে কারণে আদালতের স্বরনাপন্ন হয়েছি।এখন শুনছি সে জমি গোপনে বিক্রির চেষ্টা করছে।
এ ব্যপারে শালিখা সাব-রেজিষ্ট্রার ইকবাল হোসেন বলেন ঐ জমি রেজিষ্ট্রিতে নিষেধাজ্ঞা আছে।নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া রেজিস্ট্রি হবেনা।
Leave a Reply