মুন্সী মোয়াজ্জেম,শালিখা থানা প্রতিনিধি// শলিখার পুলুমে শেখ শামছুররহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলায় জয় পেয়েছে বাঘারপাড়া খেলোয়াড় কল্যান সমিতি একাদশ।গতকাল বিকেলে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে আধিয়া স্পোর্টিং ক্লাব,বেনাপোল যশোরকে ৫-১ গোলে হারায় বাঘারপাড়া খেলোয়াড় কল্যান সমিতি।এর আগে ফুটবলে লাথি মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে।
গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম মোল্যার সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শালিখা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুসাইন শিকদার, বুনাগাতী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃবকতিয়ার লসকর,গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফিরোজ হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, পুলুম বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান,পলুম বাজার বনিক সমিতির সেক্রেটারি এরফানুল বারি (পল্টন)ও আরো স্হানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যক্তি ও নেতৃবৃন্দ।
Leave a Reply